নিজস্ব প্রতিবেদক | রাজশাহী
দেশের অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মো. ইব্রাহিম আলী। আজ রোববার (৪ জানুয়ারি ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের শীর্ষ পদে দায়িত্বভার গ্রহণ করেন। তাঁর যোগদানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
জীবন ও শিক্ষা: ড. মো. ইব্রাহিম আলী নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কলসনগর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং গোপালপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তী জীবনে তিনি উচ্চশিক্ষা ও গবেষণায় নিজেকে নিয়োজিত করেন এবং সাফল্যের সাথে পিএইচডি (ডক্টরেট) ডিগ্রি অর্জন করেন।
পেশাগত অভিজ্ঞতা: দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি কেবল একজন আদর্শ শিক্ষক হিসেবেই নন, বরং একজন দক্ষ প্রশাসক ও গবেষক হিসেবেও সুনাম অর্জন করেছেন। একাডেমিক ব্যবস্থাপনা এবং শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন জাতীয় কার্যক্রমে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনা: দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় ড. মো. ইব্রাহিম আলী বলেন, “রাজশাহী কলেজ সারা দেশের উচ্চশিক্ষার অন্যতম বাতিঘর। এই প্রতিষ্ঠানের অর্জিত সুনাম ও গৌরব অক্ষুণ্ন রেখে একে আধুনিক, গবেষণাভিত্তিক ও সময়োপযোগী শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করাই আমার মূল লক্ষ্য। আমি একটি সুশৃঙ্খল একাডেমিক পরিবেশ এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে বদ্ধপরিকর।”
অনুপ্রেরণার প্রতীক: নাটোরের একটি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে দেশসেরা কলেজের অধ্যক্ষ হওয়ার এই গৌরবজনক অর্জন লালপুরসহ উত্তরবঙ্গের তরুণ শিক্ষার্থীদের জন্য এক অনন্য অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে। কলেজের শিক্ষকরা আশা প্রকাশ করেন, ড. ইব্রাহিমের নেতৃত্বে কলেজের শিক্ষা ও সহ-শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।