নিজস্ব প্রতিবেদক | ঢাকা
আগামী ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকাস্থ ভান্ডারিয়া কল্যাণ সমিতির প্রত্যাশিত ‘বার্ষিক বনভোজন-২০২৬’। এবারের বনভোজনের ভেন্যু হিসেবে নির্বাচন করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ার নৈসর্গিক পরিবেশে অবস্থিত নান্দনিক ‘মৈশান রিসোর্ট’। সবুজায়ন ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই স্পটে সমিতির সকল সদস্যদের মিলনমেলা বসবে।

অংশগ্রহণের নিয়মাবলী ও চাঁদা: সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্রহী সদস্যদের আগামী ১৫ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে মাথাপিছু ১,০০০/= (এক হাজার) টাকা চাঁদা প্রদান করে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তবে সদস্যদের পাঁচ বছরের কম বয়সী সন্তানদের জন্য কোনো চাঁদা লাগবে না।
বিশেষ সুযোগ: ঢাকায় বসবাসরত পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার অধিবাসী যারা এখনো সমিতির সদস্য হননি, তারাও নির্ধারিত চাঁদা পরিশোধ করে এই বনভোজনে অংশ নিতে পারবেন। এছাড়া যে কোনো সদস্য চাইলে নির্ধারিত হারে চাঁদা দিয়ে এক বা একাধিক অতিথিকে (মেহমান) সাথে নিতে পারবেন।
চাঁদা জমা দেওয়ার মাধ্যম: আগামী ১৫ জানুয়ারির মধ্যে সরাসরি অথবা বিকাশ/নগদ-এর মাধ্যমে (খরচসহ) নিচের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে চাঁদা জমা দেওয়া যাবে: ১. মোঃ আলী হায়দার জমাদ্দার (সাংগঠনিক সম্পাদক) – ০১৭২৫-৯৮২১৬৬ ২. এ, কে, এম, মান্নান কবীর (দপ্তর সম্পাদক) – ০১৯১৭-০৩০৫৯২ এছাড়াও কার্যনির্বাহী কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যদের কাছেও মানি রিসিট গ্রহণ সাপেক্ষে চাঁদা প্রদান করা যাবে।
প্রচারণা ও প্রস্তুতি: বনভোজনের প্রস্তুতি উপলক্ষে আয়োজিত এক সভায় সমিতির সভাপতি মজিবুর রহমান মৃধা ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বনভোজনের দাওয়াতপত্র উন্মোচন করা হয় এবং সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
ভান্ডারিয়া কল্যাণ সমিতি, ঢাকা-এর সভাপতি মজিবুর রহমান মৃধা সকল সদস্যদের নিয়ে একটি আনন্দঘন দিন কাটানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন।