নিজস্ব প্রতিবেদক
অনলাইনের মাধ্যমে দর্শনার্থীদের কাছ থেকে টিকিট মূল্য গ্রহণে সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করবে নভোথিয়েটার। এ লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি ও নভোথিয়েটারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
৭ ডিসেম্বর রবিবার নভোথিয়েটারের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিতে সইের পর পরস্পরের মধ্যে চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার আকলিমা ইসলাম এবং নভোথিয়েটারের পরিচালক নায়মা ইয়াসমীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নভোথিয়েটারের মহাপরিচালক মো. শাওগাতুল আলম, পরিচালক মো. শফিকুল ইসলাম সরকার, সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আমিনুর রহমান খান, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. শফিউল আজমসহ উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা।