কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধনী গাগলা এলাকায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে রোববার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ১৬ শতক জমি নিয়ে আলতাফ হোসেন ও এরশাদ আলীর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। কয়েকবার সালিশ হলেও কোনো সমাধান হয়নি। রোববার সকালে জমিতে কাজ করা নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
হামলার সময় ঘটনাস্থলেই মারা যান মানিক মুন্সির ছেলে এরশাদ আলী (৪২) এবং তার বোন কুলছুম বেগম (৫৫)। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান বাচ্চা মিয়ার ছেলে কাওছার মিয়া। নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় আহত অন্তত ১০ জনকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে নূর মোহাম্মদ ও তার বড় ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি রেজাউল করিম বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ সংঘর্ষ হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ টহল জোরদার করা হয়েছে।