ডিএমএফ অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক খান শান্ত

নিজস্ব প্রতিবেদক :
পরিবহন খাতে চাঁদাবাজি নিয়ে সাড়া জাগানো প্রতিবেদন প্রকাশের স্বীকৃতিস্বরূপ ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫’ পেয়েছেন দৈনিক ভোরের পাতা-এর অপরাধ ও অনুসন্ধান বিভাগের প্রতিবেদক খান শান্ত

শনিবার (২৫ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানস্থ লেকশোর হাইটস হোটেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “বর্তমান সময়ে পাঠক ও দর্শকদের বড় অংশ ডিজিটাল মাধ্যমে সংবাদ গ্রহণ করছেন। যারা দ্রুত, নির্ভুল ও দায়িত্বশীলভাবে তথ্য পৌঁছে দিচ্ছেন, তারাই আগামী দিনের মিডিয়ার মুখ হয়ে উঠবেন।”

খান শান্ত দীর্ঘদিন ধরে যমুনা টেলিভিশন, আনন্দ টেলিভিশনসহ দেশের মূলধারার গণমাধ্যমে অপরাধ, সেবা ও সিটি করপোরেশন বিটে সাংবাদিকতা করছেন। তার পরিবহন খাতে চাঁদাবাজি বিষয়ক প্রতিবেদনটি ব্যাপক সাড়া ফেলে এবং সমালোচকদের প্রশংসা অর্জন করে।

অ্যাওয়ার্ড গ্রহণ করে খান শান্ত বলেন, “সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি আমার জীবনের লক্ষ্য। সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই আমার কাজের উদ্দেশ্য।”

‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫’-এর বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রতিবেদক, সেরা ফিচার নিউজ, সেরা ভিডিও রিপোর্টার এবং সেরা অনুসন্ধানী সাংবাদিকতা বিভাগে সাংবাদিকদের সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে গণমাধ্যম ব্যক্তিত্ব ডা. তৃণা ইসলাম এবং ফয়সাল তিতুমীর সঞ্চালকের দায়িত্ব পালন করেন।
পুরস্কারপ্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে খান শান্ত জানান, এই সম্মাননা তাকে আরও অনুপ্রাণিত করবে সমাজের জন্য দায়িত্বশীল ও প্রভাবশালী সাংবাদিকতা চালিয়ে যেতে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *