ঢাকা, ২৪ জুন ২০২৫:
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সংঘটিত একাধিক অপরাধে জড়িতদের গ্রেফতারে বিশেষ অভিযান চালিয়েছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ। অভিযানে কুখ্যাত পাঠালি গ্রুপের দুই শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন ও শরীফসহ মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন:
সাবিত ইবনে (৩৩), রফিকুল ইসলাম (১৮), ফারুক (২৭), আরিফ (২৬), সাজ্জাদ (২২), আলামিন (২৮), রাকিব মিয়া (৩০), ইয়াসিন (২০), শরীফ (২৪), মেহেদি হাসান বাপ্পি (২৪), সলেমান (২০), আখতারুজ্জামান টিটপ (৫৭), বায়োজিদ ওরফে রানা (২৫), রায়হান (২৭), রাজু (৩০) ও সুজন (২৫)।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গত ১৪ মে রাত আনুমানিক ১:৩০টায় জাফরাবাদ এলাকায় কথা কাটাকাটির জেরে পাঠালি গ্রুপের নেতা হাসান, ইয়াসিন, পিঁপড়া রাজিবসহ প্রায় ১০-১২ জনের একটি দল একই গ্রুপের রাব্বি, সাব্বির ও কাশেমসহ ছয়জনকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে পুলিশ অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করে।
ইতোমধ্যে পাঠালি গ্রুপের দ্বিতীয় শীর্ষ নেতা সাহিন ও পিঁপড়া রাজিব গ্রেফতার হয়েছে। তারই ধারাবাহিকতায় ২৩ জুন রাত ৯:৩০টায় রায়ের বাজার বোটঘাট এলাকা থেকে ইয়াসিনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে হামলায় ব্যবহৃত একটি চাপাতিও উদ্ধার করা হয়। ইয়াসিনের দেয়া তথ্য অনুযায়ী রাত ৩:৩০টায় কাদিরাবাদ এলাকা থেকে শরীফকে এবং তার দেওয়া তথ্যে বোটঘাট খালপাড় থেকে আরেকটি চাপাতি উদ্ধার করা হয়।
পাঠালি গ্রুপের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
একই রাতে মোহাম্মদপুর থানা পুলিশ পৃথক অপরাধে আরও ১৪ জনকে গ্রেফতার করে। সকল গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।