কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি

“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫।

বুধবার (২৫ জুন) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জনের কোনো বিকল্প নেই। তারা ব্যক্তি ও সামাজিক পর্যায়ে পরিবেশবান্ধব জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে অসুস্থ, দুঃস্থ, অগ্নিদগ্ধ ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে অর্থ সহায়তার চেক বিতরণ করেন জেলা প্রশাসক।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি এম কুদরত এ খুদা

কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন

ভুরুঙ্গামারীর সহকারী পুলিশ সুপার মাসুদ

সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মুহা. হুমায়ূন কবীর

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম

জেলা তথ্য অফিসার মো. শাহজাহান আলী

ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি

সাংবাদিক সায়েদ আহমেদ বাবু প্রমুখ।

জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন,> “পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব থেকে প্লাস্টিক বর্জন করা উচিত। নিজে সচেতন হয়ে অন্যদেরও সচেতন করতে হবে।”অনুষ্ঠানটি সচেতনতামূলক বার্তা ছড়িয়ে পরিবেশবান্ধব জীবনধারার জন্য একটি অনুপ্রেরণামূলক মঞ্চে পরিণত হয়।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *