ইউআইইউ শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে ডিএমপির বক্তব্য

নিজস্ব প্রতিবেদক:- ঢাকা, ২১ জুন ২০২৫:
বাড্ডা থানাধীন মাদানী এভিনিউয়ে অবস্থিত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (UIU) শিক্ষার্থীদের একাংশ পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে নতুনবাজার মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করেন। আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ কয়েকটি দাবিতে সড়কে বসে পড়েন এবং যান চলাচলে বিঘ্ন ঘটে।

আন্দোলনের শুরুতে দায়িত্বরত পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে একাধিকবার আলোচনা করেন এবং চলাচলের রাস্তা ছেড়ে দিতে অনুরোধ জানান। তবে অনুরোধ সত্ত্বেও শিক্ষার্থীরা সড়ক অবরোধ অব্যাহত রাখলে সকাল ১০টা ৩০ মিনিটে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে আন্দোলনকারীরা পুনরায় রাস্তা অবরোধ করেন।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চালিয়ে যেকোনো উত্তেজনা নিরসনে কাজ করছে পুলিশ। ডিএমপি জানিয়েছে, পরিস্থিতি শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণে আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে কাজ করছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের বলপ্রয়োগ করা হয়নি।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা ভিত্তিহীন। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, বাড্ডা-কুড়িল রোডের এক পাশে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *