মোঃ সিয়াম
ঢাকা আলিয়া প্রতিনিধি
“ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস”—এই স্লোগানকে সামনে রেখে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা শাখায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পাস ও আবাসিক হলজুড়ে পরিচালিত এই অভিযানের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা।
পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর মোঃ ওবায়দুল হক। তিনি বলেন,
“পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমি চাই আমাদের শিক্ষার্থীরা একটি পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে শিক্ষা লাভ করুক। এই প্রচেষ্টা যেন নিয়মিত কার্যক্রমে রূপ নেয়—এই প্রত্যাশা রাখি।”
তিনি আরও জানান, ছাত্রশিবির ছাড়াও ছাত্রদল, সাংবাদিক সমিতি এবং অন্যান্য ছাত্র সংগঠনের সহায়তায় ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
উপাধ্যক্ষ মোঃ আশরাফুল কবির,
হেড মাওলানা অধ্যাপক মোঃ মনজুরুর রহমান,
আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান মোঃ শাহজালাল,
আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মোঃ মাসুম বিল্লাহ,
ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্বের সভাপতি মোঃ মোজাফফর,
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা আলিয়া শাখার সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জয়নাল,
ঢাকা আলিয়া শিবির সভাপতি মির্জা মোঃ সোলায়মান,
সেক্রেটারি আব্দুল আলিম,
এছাড়াও উপস্থিত ছিলেন শিবিরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
ঢাকা আলিয়া শিবির সভাপতি মির্জা মোঃ সোলায়মান বলেন,
“অধ্যক্ষ মহোদয়ের প্রদত্ত দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করব। শুধু আজ নয়, ভবিষ্যতেও আমাদের পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকবে।”
এই কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ক্যাম্পাস পরিবেশকে আরও সৌন্দর্যমণ্ডিত করে তুলবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।