শফিকুল ইসলাম শরীফ, আশুগঞ্জ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অনুমোদনের শর্ত ভঙ্গ করে চলা তাতবস্ত্র, ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা বন্ধের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে আশুগঞ্জ বাজারের মুন্সি কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত তিন ঘণ্টা আশুগঞ্জ বাজারের সব দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ জানান ব্যবসায়ীরা।
আশুগঞ্জ শহর শিল্প ও বণিক সমিতি এবং আশুগঞ্জ বহুমুখী বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি গোলাম হোসেন ইপতির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও ব্যবসায়ী জাকির হোসেন, জেলা বিএনপির সদস্য হাজি মো. সাদেক হোসেন, উপজেলা জামায়াতের সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা নাগরিক কমিটির সদস্য জয়ন্তী বিশ্বাস, ‘ঐক্যবদ্ধ আশুগঞ্জ’ এর স্বেচ্ছাসেবী ও বিশিষ্ট ব্যবসায়ী হাসান ইমরান, আল মামুন প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন,
“মেলার অনুমোদনের শর্ত ভেঙে এটি পরিচালনা করা হচ্ছে। এতে আশুগঞ্জের ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”
তারা আরও বলেন,
“মেলায় ব্যবহৃত উচ্চ শব্দযুক্ত মাইক ও সাউন্ড বক্সে এলাকার সাধারণ মানুষ ভীষণভাবে বিরক্ত। একইসাথে অনুমোদনহীন ঝুঁকিপূর্ণ শিশু রাইডের কারণে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে।”
বক্তারা দ্রুত মেলা বন্ধের দাবি জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,
“দাবি মানা না হলে প্রয়োজনে হরতালের মতো কর্মসূচি ডাকা হবে।”
স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা অনতিবিলম্বে মেলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।