নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ১৯ জুন ২০২৫বৃক্ষরোপণ ও সবুজায়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২৪ সালের ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার’-এ সাতটি শ্রেণিতে মোট ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে মনোনীত করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।বুধবার (৫ আষাঢ়) তথ্য অধিদফতর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পুরস্কারপ্রাপ্তদের তালিকা নিম্নরূপ:
‘ক’ শ্রেণি (শিক্ষাপ্রতিষ্ঠান):
১. দলগ্রাম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট
২. সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর
৩. ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ
‘খ’ শ্রেণি (সরকারি/বেসরকারি প্রতিষ্ঠান):
১. মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, খাগড়াছড়ি
২. কুষ্টিয়া জেলা পরিষদ
৩. বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী
‘গ’ শ্রেণি (ব্যক্তিগত বৃক্ষরোপণ):
১. মিজ দিলরুবা রহমান, টাঙ্গাইল
২. মুহাম্মদ ইউসুফ, চট্টগ্রাম
৩. মোছাঃ হাছিনা আখতার, লালমনিরহাট
‘ঘ’ শ্রেণি (ব্যক্তিমালিকানাধীন নার্সারি):
১. সোহেল নার্সারি, রংপুর
২. জননী গার্ডেন সেন্টার, মুন্সীগঞ্জ
৩. মৌ নার্সারি, টাঙ্গাইল
‘ঙ’ শ্রেণি (ছাদবাগান):
১. জেলা প্রশাসকের কার্যালয়, নাটোর
২. দেলোয়ার হোসেন ও সাবিনা ইয়াসমিন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, রাজশাহী
৩. মিজ নাছুহা সাদাফ, চট্টগ্রাম
‘চ’ শ্রেণি (বন বিভাগের বাগান):
১. চট্টগ্রাম উত্তর বন বিভাগ
২. নোয়াখালী উপকূলীয় বন বিভাগ
৩. যশোর সামাজিক বন বিভাগ
‘ছ’ শ্রেণি (গবেষণা ও উদ্ভাবন):
১. বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউট, চট্টগ্রাম
২. বন অধিদপ্তরের রিমস ইউনিট, ঢাকা
৩. ফরেস্টার মোঃ তৌহিদুর রহমানপ্রত্যেক বিজয়ীকে ১টি করে সনদ, ক্রেস্ট এবং স্থান অনুযায়ী ১ লাখ, ৭৫ হাজার ও ৫০ হাজার টাকা ই-চেকের মাধ্যমে প্রদান করা হবে।