নিজস্ব প্রতিবেদক | ১৮ জুন ২০২৫, ঢাকা:
রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. হাবিবুল্লাহ (৩০)।
বুধবার (১৮ জুন) দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে বিমানবন্দর থানাধীন যাত্রী ছাউনিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালে গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল গোপন সূত্রে জানতে পারে—কয়েকজন মাদক কারবারি বিপুল পরিমাণ গাঁজা নিয়ে বিমানবন্দর ট্রাফিক পুলিশ বক্সের দক্ষিণ পাশে যাত্রী ছাউনিতে অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানকালে হাবিবুল্লাহকে হাতেনাতে আটক করা হয় এবং তার হেফাজত থেকে মোট ৯৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং এ সংক্রান্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ডিএমপি জানিয়েছে, মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।