নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে উত্তম কর্মদক্ষতার জন্য ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সম্মাননা ও পুরস্কারে ভূষিত করা হয়েছে।
আজ বুধবার (১৮ জুন ২০২৫) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় পুরস্কার প্রদান করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি। সভাটি সঞ্চালনা করেন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
শ্রেষ্ঠত্বের তালিকা:
- শ্রেষ্ঠ অপরাধ বিভাগ: তেজগাঁও বিভাগ
- শ্রেষ্ঠ থানা: মোহাম্মদপুর থানা
- শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার: পল্লবী জোনের জাহিদ হোসেন
- শ্রেষ্ঠ এসআই (যৌথভাবে):
- বিমানবন্দর থানার এসআই মো. আমিনুল ইসলাম
- লালবাগ থানার এসআই মো. বেলায়েত হোসেন
- শ্রেষ্ঠ এএসআই (যৌথভাবে):
- যাত্রাবাড়ী থানার এএসআই মো. আক্তারুজ্জামান মন্ডল পলাশ
- রামপুরা থানার এএসআই হেলাল উদ্দিন
- শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী (১৫ মে–১৫ জুন):
- মোহাম্মদপুর থানার এসআই মো. পারভেজ আহমেদ
- দক্ষিণখান থানার এসআই মো. শফিকুল ইসলাম
- মোহাম্মদপুর থানার এএসআই মো. রকিবুল হাসান
- শ্রেষ্ঠ গোয়েন্দা বিভাগ: ডিবি–লালবাগ বিভাগ
- শ্রেষ্ঠ টিম লিডার: ডিবি লালবাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন
- শ্রেষ্ঠ ট্রাফিক বিভাগ: ট্রাফিক–ওয়ারী বিভাগ
- শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট: ওয়ারী জোনের কায়সার আহমেদ
- শ্রেষ্ঠ টিএসআই: বাড্ডা ট্রাফিক জোনের মো. মামুনুল ইসলাম
এসময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জরা।
ডিএমপি কমিশনার তার বক্তব্যে বলেন, “জননিরাপত্তা ও অপরাধ দমনে প্রত্যেক কর্মকর্তার দায়বদ্ধতা ও নিষ্ঠা অপরিহার্য। শ্রেষ্ঠদের পুরস্কৃত করার মাধ্যমে অন্যান্যদেরও ভালো কাজের অনুপ্রেরণা দেওয়া হচ্ছে।”