কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো ‘গার্লস লিডারশিপ সামিট–২০২৫’

মাসুদ রানা, কুড়িগ্রাম প্রতিনিধি
“বাঁধা পড়তে নয়, ভাঙতে এসেছি” — এই প্রতিপাদ্যকে ধারণ করে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী গার্লস লিডারশিপ সামিট–২০২৫

বুধবার (১৮ জুন) কুড়িগ্রাম পৌর শহরের অভিনন্দন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই সামিটে জেলার বিভিন্ন ইউনিয়নের ৮৬ জন কিশোরী ও যুব নারী অংশগ্রহণ করেন। সম্মেলনের আয়োজন করে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, আরডিআরএস এবং এমজেএসকেএস যৌথভাবে।

সামিটে অংশগ্রহণকারী কিশোরী ও তরুণীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি মেয়েদের অধিকার, নেতৃত্ব বিকাশ, ডিজিটাল নিরাপত্তা, এবং সামাজিক সচেতনতা বিষয়ক বিভিন্ন সেশনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:

  • কুড়িগ্রাম সদর উপজেলার ইউএনও সাঈদা পারভীন
  • মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোছা. সোহেলী পারভীন
  • যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদাত হোসেন
  • প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার ম্যাথিল্ডা মেন্ডেস
  • আরডিআরএস বাংলাদেশের টিম লিডার (সোশ্যাল ডেভেলপমেন্ট) কেএম রাশেদুল আরেফিন
  • এমজেএসকেএস-এর প্রধান নির্বাহী শ্যামল চন্দ্র সরকার
  • এনটিভির প্রতিনিধি হাসিবুর রহমান হাসিব

এছাড়াও উপস্থিত ছিলেন বিবিসির জরিপে বিশ্বের ১০০ জন প্রভাবশালী নারীর তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের একমাত্র প্রতিনিধি রিকতা আক্তার বানু

গার্লস লিডারশিপ সামিট–২০২৫ এর মূল লক্ষ্য ছিল কিশোরী ও তরুণীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশের মাধ্যমে তাদেরকে নিজ নিজ সমাজে শিশু বিবাহ প্রতিরোধে সক্রিয়ভাবে সম্পৃক্ত করা।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *