কুড়িগ্রাম প্রতিনিধি | ১৭ জুন ২০২৫:কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে গণ অধিকার পরিষদের ঈদ পুনর্মিলনী ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) রাতে বুড়াবুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই কর্মীসভায় বিপুল সংখ্যক ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট এস.এম. নুরে এরশাদ সিদ্দিকী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এডভোকেট সাজ্জাদ হোসেন পলাশ, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, উলিপুর উপজেলা শাখার সভাপতি মোঃ আবু তানভীর সুমন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক মুন্সী এবং বাংলাদেশ যুব অধিকার পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মুহাম্মদ খাদেমুল ইসলাম আকাশ।
কর্মীসভায় বক্তারা সংগঠনকে তৃণমূলে আরো সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী বলেন,>
“সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন করতে হলে এমপি-মন্ত্রী হওয়া জরুরি নয়। সৎ মনোভাব ও মানুষের ভালোবাসা থাকলে অনেক কিছুই সম্ভব। আশা করি কুড়িগ্রামের মানুষ সঠিক নেতৃত্ব বেছে নেবে। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আশরাফুল ইসলাম সরদার, আহ্বায়ক, গণ অধিকার পরিষদ, বুড়াবুড়ি ইউনিয়ন শাখা।