কুড়িগ্রাম প্রতিনিধি, ১৮ জুন:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ জুন) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম ফেরদৌস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সরওয়ার তৌহিদসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৪-২০২৫ অর্থবছরের খরিফ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১০টি ইউনিয়নের ২,৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রতিজন কৃষক পেয়েছেন ৫ কেজি উচ্চফলনশীল ধানবীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার।
এই প্রণোদনা কর্মসূচির মূল লক্ষ্য হলো—রোপা আমন ফসলের আবাদ বৃদ্ধি ও উৎপাদন উন্নয়ন নিশ্চিত করা।