SSF-এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান উপদেষ্টার প্রশংসা ও নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক:- ঢাকা, ৮ জুন ২০২৫:
বিশেষ নিরাপত্তা বাহিনী (SSF)-এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, “SSF একটি ছোট বাহিনী হলেও এর দায়িত্ব অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ।” তিনি বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, আন্তরিকতা ও দক্ষতার জন্য ধন্যবাদ ও সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, “SSF রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করে। বঙ্গভবন, বাসভবন, কার্যালয়সহ যাতায়াত ও অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশে-বিদেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেছে।”

বক্তব্যে তিনি উল্লেখ করেন, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, চট্টগ্রাম বন্দরের কার্যক্রম, বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও জাতিসংঘ মহাসচিবসহ গুরুত্বপূর্ণ বিদেশি সফরসঙ্গীদের নিরাপত্তা নিশ্চিতে SSF সফল ভূমিকা রেখেছে।

প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল প্রেক্ষাপটে নিরাপত্তা চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে উঠছে উল্লেখ করে তিনি বলেন, “সম্প্রতি SSF যমুনার সাইবার নিরাপত্তা ব্যবস্থা সুসংহত করেছে। আশা করি কার্যালয়ের সাইবার নিরাপত্তাও উন্নত হবে।”

নিরাপত্তার জন্য আরোপিত কিছু বিধিনিষেধ জনভোগান্তি সৃষ্টি করলেও প্রধান উপদেষ্টা বলেন, “ভোগান্তি হ্রাসে আমি নির্দেশনা দিয়েছি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে VIP ফ্লাইটের জন্য ঘন্টার পর ঘন্টা ফ্লাইট বন্ধ রাখার বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে।”

তিনি জানান, বাহিনীর আধুনিকায়ন চলমান রয়েছে। পুরনো VHF রেডিও ব্যবস্থা পরিবর্তন করে নতুন UHF সিস্টেম সংযোজনের কাজ চলছে। একইসাথে Indoor Firing Range-এর কাজ প্রায় শেষ এবং এটি আগামী মাসেই ব্যবহার উপযোগী হবে বলে জানান তিনি। এ কাজে সহায়তার জন্য বাংলাদেশ বিমান বাহিনীকে ধন্যবাদ জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, “SSF-এর কার্যক্রমে আইন-শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সব ইউনিটের সমন্বয় অপরিহার্য। এই সমন্বয় বজায় রাখতে হবে।”

তিনি বাহিনীর সদস্যদের চারিত্রিক দৃঢ়তা, শৃঙ্খলা, সততা ও মানবিক গুণাবলীর উপর গুরুত্ব দিয়ে বলেন, “রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্ব বজায় রাখতেই হবে।”

বক্তব্যের শেষে তিনি SSF-এর মহাপরিচালকসহ সকল সদস্যদের ধন্যবাদ জানান এবং বাহিনীর উত্তরোত্তর সফলতা কামনা করেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *