চট্টগ্রামে জামাই হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ৫ আসামি, হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:- চট্টগ্রাম, ১৭ জুন ২০২৫:বায়েজিদ বোস্তামী থানা এলাকায় পারিবারিক বিরোধের জেরে মো. হানিফ নামের এক যুবককে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার ২৪ ঘণ্টার মধ্যেই পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় ছুরি ও সেভেন গিয়ার ছুরিসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, নিহত মো. হানিফ তার স্ত্রী নুরজাহান আখির সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে জড়িত ছিলেন। ১৫ জুন বিকেলে অসুস্থ কন্যা হাবিবার খোঁজ নিতে শ্বশুরবাড়িতে গেলে কথাকাটাকাটির একপর্যায়ে শ্বশুর খোরশেদ আলম মোল্লা পাঞ্জাবির পকেট থেকে ছুরি বের করে হানিফের বুকে আঘাত করেন। হানিফ দৌঁড়ে পালানোর চেষ্টা করলে খোরশেদ, তার ছেলে আরিফ মোল্লা ও আরিফের বন্ধু দেলোয়ার হোসেন বাবু তাকে পিছু ধাওয়া করে রাস্তার পাশে ফেলে শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়।

ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে ১৬ জুন বায়েজিদ বোস্তামী থানায় একটি হত্যা মামলা (নং-২২/২০২৫) দায়ের করা হয়। এরপর এসআই নুর ইসলাম ও এসআই কাজী আবিদ হোসেনের নেতৃত্বে পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একে একে পাঁচ আসামি—

নুরজাহান আখি (২২), রহিমা বেগম (৪৫), আরিফ মোল্লা (২০), দেলোয়ার হোসেন বাবু (১৯) এবং খোরশেদ আলম মোল্লা (৫১)-কে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আরিফ মোল্লার স্বীকারোক্তিতে হত্যায় ব্যবহৃত দুইটি দেশীয় ছুরি তার বাসার ডাইনিং টেবিলের নিচ থেকে এবং দুইটি সেভেন গিয়ার ছুরি ড্রেসিং টেবিল থেকে উদ্ধার করা হয়।খোরশেদ আলম মোল্লা ও আরিফ মোল্লা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ জানায়, দ্রুততম সময়ের মধ্যে মামলার তদন্ত শেষ করে আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *