খাগড়াছড়ি, ১৬ জুন ২০২৫:
সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বিজিবি’র যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি)।
আজ সীমান্তবর্তী লাইফু কুমার কার্বারীপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মেডিকেল ক্যাম্পেইনে ১৬৮ জন পাহাড়ি ও ১০২ জন বাঙালি—সর্বমোট ২৭০ জন প্রান্তিক মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেন ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মাসুম রানা। তিনি নিজে ক্যাম্পেইনে উপস্থিত থেকে চিকিৎসাসেবা প্রদান করেন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করেন।

সেবাপ্রাপ্ত এলাকাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—উত্তর-পশ্চিম কেয়াপাড়া, পংপাড়া, মুসলিমপাড়া, ইসলামপুর এবং হাসানটিলা। এই এলাকাগুলোর মানুষ সাধারণত প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকেও বঞ্চিত থাকেন।
স্থানীয় বাসিন্দারা বিজিবির এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সীমান্ত এলাকায় বসবাসরত জনসাধারণের জন্য এটি একটি আশার আলো। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
বিজিবি সূত্রে জানা যায়, এই ধরণের মেডিকেল ক্যাম্প পরিচালনার মাধ্যমে সীমান্ত এলাকায় বসবাসরত জনগণের আস্থা অর্জনের পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে বিজিবি।