গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের স্বল্প পশ্চিম পাড়া গ্রামের ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠে নামাজের কাতার পাকা করার কাজের উদ্বোধন করা হয়েছে। নতুন গঠিত ঈদগাহ মাঠ কমিটির উদ্যোগে এ কাজ শুরু হয়।
রবিবার এই কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোকাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শামসুদ্দিন, ঈদগাহ মাঠের প্রধান উপদেষ্টা মোঃ হেলাল উদ্দিন, উপদেষ্টা মোঃ কাশেম মাস্টার, মাওলানা আব্দুল মতিন ও মোঃ আব্দুল হেলিম।
এছাড়াও ঈদগাহ মাঠ কমিটির সভাপতি মোঃ আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ হাবিব, কোষাধ্যক্ষ মোঃ আবুল বাশার, সহ-সভাপতি মোঃ রইস উদ্দিন, মোঃ নাজমুল ইসলাম ও মোঃ নজরুল ইসলাম খান; সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান ও মোঃ শামসুল হক; সদস্যবৃন্দ আব্দুল হাই, নান্নু মিয়া, আব্দুল কাদির, আব্দুল জব্বার বিল্লাল, মোহাম্মদ আলী, মোঃ সিদ্দিক ও মোশাররফ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, ঈদসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে নামাজ আদায়ের সময় বৃষ্টির কারণে মুসল্লিদের ভোগান্তি হতো। তাই কাতার পাকা করার উদ্যোগ নেওয়ায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও সন্তুষ্টি দেখা গেছে।