নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম, ১৬ জুন ২০২৫:
চট্টগ্রাম মহানগরীর হালিশহর ও বন্দর এলাকা কেন্দ্রিক সক্রিয় পণ্য চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে সিএমপি’র ডিবি (পশ্চিম) বিভাগ। অভিযানে চোরাইকৃত ৫১টি কাপড়ের রোল উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৭ লাখ ৬৫ হাজার টাকা।

সিএমপি সূত্রে জানা যায়, গত ৬ জুন বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে হালিশহর থানাধীন বড়পুল সিএসডি গোডাউন রেললাইন সংলগ্ন বশির মিস্ত্রীর গ্যারেজে একটি কাভার্ডভ্যান (নম্বর: চট্টঃমেট্রোঃ ট-১১-৭২৮১) পার্ক করে তার চালক ঈদের ছুটি কাটাতে বাসায় যান। দুইদিন পর, ৮ জুন গাড়িচালক ফিরে এসে দেখতে পান কাভার্ডভ্যানের পেছনের দরজার তালা ভাঙা। মালিকপক্ষকে জানানো হলে রোল গণনা করে দেখা যায় ৫১টি কাপড়ের রোল চুরি হয়েছে।
বিষয়টি জানার পর ডিবি (পশ্চিম) বিভাগ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। ১৫ জুন রাতে হালিশহর ও বন্দর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় চক্রের ৪ সদস্যকে। তারা হলো:
১. মোঃ আকবর আলী (২৬)
২. মোঃ শহিদুল ইসলাম জীবন (২৭)
৩. মোঃ আব্দুল করিম হৃদয় (২৭)
৪. মোঃ হাছান (২৬)
তাদের দেয়া তথ্য অনুযায়ী, কোতোয়ালী থানাধীন টেরীবাজারস্থ হাজী প্লাজার পাশে হাজী দুদু মিয়া মার্কেটের তৃতীয় তলায় রায়হান নামে এক ব্যক্তির গোডাউন থেকে চুরি হওয়া ৫১টি কাপড়ের রোল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক একটি চোর চক্র পরিচালনা করে আসছে। বিদেশ থেকে আমদানিকৃত পণ্য পরিবহনের সময় সু-কৌশলে পণ্য চুরি করে অসাধু ব্যবসায়ীদের কাছে বিক্রি করে তারা।
এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সিএমপি।