নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা, ১৬ জুন ২০২৫ (সোমবার):
কুমিল্লা সদর উপজেলার কার্তিকপুর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত একটি যৌথ অভিযানে একজন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম শিমুল।
সেনা সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে অংশগ্রহণ করে সেনাবাহিনী, পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা। অভিযানে গ্রেফতারকৃত শিমুলের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি পাইপ গান, সাত রাউন্ড বিভিন্ন ধরনের গুলি ও তিনটি ককটেল বোমা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী তার সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হতো বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
সেনাবাহিনী সূত্র আরও জানায়, দেশের প্রতিটি অঞ্চলে অপরাধ ও সন্ত্রাস নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে এলাকাবাসীর একজন বলেন, “এমন একটি অভিযান আমাদের এলাকাকে অনেকটা নিরাপদ করেছে। আমরা সেনাবাহিনী এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞ।”
সেনাবাহিনীর পক্ষ থেকে সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে—অপরাধমূলক বা সন্দেহজনক কোনো তথ্য থাকলে তা নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানানোর জন্য।