কুড়িগ্রাম প্রতিনিধি:- ১৪ জুন ২০২৫:কুড়িগ্রাম সদর উপজেলার ভরসার মোড় এলাকায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তি জনতার হাতে আটক হয়েছেন। শুক্রবার (১৩ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়।
আটক ব্যক্তিরা হলেন— মোস্তফা কামাল, যিনি নিজেকে সময়ের কাগজ পত্রিকার প্রতিনিধি পরিচয় দেন এবং মোস্তাফিজুর রহমান বাবু, যিনি মুক্ত খবর পত্রিকার প্রতিনিধি দাবি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উক্ত দুই ব্যক্তি খিদমাতুল কোরআন আদর্শ বালিকা, নূরানী ও হাফেজিয়া মাদরাসায় গিয়ে প্রিন্সিপালের বিরুদ্ধে শ্লীলতাহানির মিথ্যা অভিযোগ এনে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। অভিযোগ ওঠে, তারা এক শিক্ষার্থী ও তার দাদিকে প্রলুব্ধ করে অভিযোগটি সাজান এবং প্রিন্সিপালের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হন।
ঘটনার পর স্থানীয় জনতা দুইজনকে দীর্ঘক্ষণ আটকে রাখেন। পরে ‘জেলা প্রেস ক্লাব, কুড়িগ্রাম’-এর সেক্রেটারি পরিচয় দিয়ে আমিনুর রহমান নামের আরেক ব্যক্তি ঘটনাস্থলে গিয়ে তাদের মুক্ত করতে এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। শেষপর্যন্ত স্থানীয়দের সামনেই ক্ষমা প্রার্থনা করলে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে তার আগেই গণপিটুনির শিকার হন দুইজন, বর্তমানে তারা কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।
মাদরাসার প্রিন্সিপাল আনিছুর রহমান জানান, সাংবাদিক পরিচয়দানকারী দুই ব্যক্তি তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে এবং মিথ্যা অভিযোগের বিনিময়ে অর্থ দাবি করেন। তিনি অভিযোগ অস্বীকার করলে তারা চাপ সৃষ্টি করে।এদিকে, আটক ব্যক্তিরা কথিত “জেলা প্রেস ক্লাব, কুড়িগ্রাম” নামক একটি সংগঠনের সদস্য বলে জানা গেছে। উল্লেখযোগ্যভাবে, ওই সংগঠনের সেক্রেটারি আমিনুর রহমান ২০০৭ সালে চোরাচালানের ঘটনায় সেনাবাহিনীর হাতে এবং ২০২৩ সালে ম্যাজিস্ট্রেট সেজে মোবাইল কোর্ট পরিচালনার অভিযোগে ডিবি পুলিশের হাতে আটক হয়েছিলেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং প্রকৃত সাংবাদিকতা ও ভুয়া পরিচয়দানকারীদের বিষয়ে সচেতনতা বাড়ানোর দাবি উঠেছে।