শাহবাগে ৪১ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রি-পিসসহ একজন গ্রেফতার: ডিবি

নিজস্ব প্রতিবেদক:- ঢাকা, ১৩ জুন ২০২৫:
শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা প্রায় ৪১ লাখ টাকার শাড়ি, থ্রি-পিস ও থান কাপড়সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতের নাম সোহেল (২৮), যিনি কুমিল্লার বড়ুরা উপজেলার অর্জুনতলা গ্রামের বাসিন্দা।

ডিবির রমনা বিভাগ সূত্র জানায়, শুক্রবার রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে রাজধানীর শাহবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে সোহেলকে আটক করা হয়। অভিযানের সময় তার হেফাজত হতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১,২০৭টি শাড়ি, ১,২৮৮টি থ্রি-পিস এবং ১৩ বান্ডিল ভারতীয় থান কাপড় উদ্ধার করা হয়। এছাড়া এসব অবৈধ মালামাল পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪১ লাখ ২৩ হাজার টাকা বলে জানা গেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে শাহবাগ থানায় মামলা রুজু করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *