কিশোরগঞ্জ এক্সপ্রেসে চুরি-ছিনতাইয়ের ভয়াল থাবা: টিকিট নিয়েও নিরাপদ নন যাত্রীরা!

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা টু কিশোরগঞ্জ রুটের যাত্রীবাহী ট্রেনগুলোতে চুরি ও ছিনতাই এখন নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। নিয়মিত যাত্রীরা বলছেন, স্টেশন ও ট্রেনের বগিগুলোতে নেই কোনো কার্যকর তদারকি। এমনকি টিকিট কেটে ট্রেনে উঠেও নিরাপদে গন্তব্যে পৌঁছানো যাচ্ছে না।

গতকাল বুধবার (১২ জুন) বিকেল ৪টা ৫০ মিনিটে সরারচর স্টেশন থেকে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে ঢাকা যাওয়ার সময় ভয়াবহ এক অভিজ্ঞতার শিকার হন যাত্রী মিরাজ ইসলাম

তিনি জানান, জ(JA)-বগিতে ওঠার সময় আশপাশে কোনো রেলওয়ে স্টাফ কিংবা নিরাপত্তাকর্মী ছিল না। সেই সুযোগে কিছু নারী ও পুরুষ মিলে পথ আটকে দাঁড়ায় এবং ধাক্কাধাক্কির একপর্যায়ে তার পকেট থেকে মানিব্যাগ ছিনিয়ে নেয়।

মানিব্যাগে ছিল প্রায় ৭ হাজার টাকা, ৮-১০টি এটিএম কার্ড, জাতীয় পরিচয়পত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং ভিজিটিং কার্ড।

একই সময় তার স্ত্রীর ব্যাগ থেকেও একটি মোবাইল ফোন নিয়ে যায় ছিনতাইকারীরা।

তিনি বলেন, “ট্রেনে উঠে দেখি অনেকে টিকিট ছাড়া উঠে ভিড় করছে। কেউ কাউকে নিয়ন্ত্রণ করছে না। চোর-ছিনতাইকারী চক্র পুরো ট্রেনজুড়ে সক্রিয়, অথচ কর্তৃপক্ষের কোনো তদারকি নেই।”

এ বিষয়ে স্থানীয় যাত্রীরা অভিযোগ করেছেন, স্টেশনগুলোতে নেই পর্যাপ্ত নিরাপত্তা, আর ট্রেন চলাকালীন সময়েও দায়িত্বপ্রাপ্ত কর্মীদের দেখা যায় না।

নিরাপত্তাহীনতার কারণে ঢাকা-কিশোরগঞ্জ রুটের ট্রেনযাত্রা সাধারণ মানুষের জন্য আতঙ্কের নাম হয়ে উঠছে।
এ বিষয়ে এখনো কোনো রেলওয়ে কর্মকর্তা বক্তব্য না দিলেও যাত্রীরা রেল মন্ত্রণালয়ের প্রতি দ্রুত নিরাপত্তা ব্যবস্থার জোরদারের দাবি জানিয়েছেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *