চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে। গত এক সপ্তাহে (৫ থেকে ১২ জুন) এসব অভিযানে ২৭১ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটগুলো এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে আটক হওয়াদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আইএসপিআরের তথ্যমতে, আটক ২৭১ জনের মধ্যে রয়েছেন চিহ্নিত সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, চোরাকারবারি, কিশোর গ্যাং সদস্য, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্ত অপরাধী।
অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে—
- ১৫টি অবৈধ আগ্নেয়াস্ত্র
- ৯১টি বিভিন্ন ধরনের গোলাবারুদ
- ১৮ রাউন্ড শর্টগান কার্তুজ
- ২১ রাউন্ড খালি কার্তুজ
- ৩৮টি ককটেল বোমা
- বিপুল পরিমাণ মাদকদ্রব্য
- সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত দেশীয় অস্ত্র
- মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ অর্থ
আইএসপিআরের বিবৃতিতে আরও জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী দেশব্যাপী নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। শিল্পাঞ্চলে সম্ভাব্য অস্থিরতা রোধে শ্রমিক ও মালিকদের সঙ্গে সমঝোতা, ঈদ উপলক্ষে অস্থায়ী পশুরহাটে নিরাপত্তা এবং ঈদযাত্রায় সড়কে নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে সেনা সদস্যরা কাজ করে যাচ্ছে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। সাধারণ নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, সন্দেহজনক কোনো কিছু নজরে এলে তা কাছের সেনা ক্যাম্পে অবহিত করতে।