নিজস্ব প্রতিবেদক:- ঢাকা, ১২ জুন ২০২৫ (বৃহস্পতিবার): বর্তমান সরকার একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকার অপচেষ্টায় লিপ্ত – এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, “শেখ হাসিনা স্টাইলে একতরফা নির্বাচন করে এই সরকারও পার পাবে না।” তিনি আরও উল্লেখ করেন, দেশের প্রায় ৫০ শতাংশ মানুষের প্রতিনিধিত্বকারী বড় রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচনই দেশে-বিদেশে গ্রহণযোগ্যতা পাবে না।
জাতীয় পার্টির এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জি এম কাদের। সভায় তিনি বলেন, “একতরফা নির্বাচনে সাধারণ মানুষ ভোট দানে আগ্রহ হারিয়ে ফেলে। এতে বাস্তবে ভোটার উপস্থিতি থাকে খুব কম। অনুপস্থিত ভোটারদের ভোট জালিয়াতির মাধ্যমে ব্যবহার করে বিজয় নিশ্চিত করা হয়, যা কখনই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না।”
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “এভাবে নির্বাচন হলে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না। দেশের চলমান অর্থনৈতিক সংকট ও আইন-শৃঙ্খলার অবনতিও বন্ধ হবে না। বরং দেশ চরম বিপর্যয়ের দিকে এগিয়ে যাবে।”
জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আলমগীর শিকদার লোটন, লিয়াকত হোসেন খোকা, জহুরুল ইসলাম জহির, মনিরুল ইসলাম মিলন, জসীমউদ্দিন ভূঁইয়া, আরিফুর রহমান খানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।সভায় জাতীয় পার্টির পক্ষ থেকে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি পুনরায় জানানো হয়।