নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ)। আজ সোমবার, ৯ জুন ২০২৫ খ্রি. সকালে তিনি থানাটি ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে তিনি থানার ডিউটি অফিসার ডেস্ক, নারী ও শিশু সেবা ডেস্ক, হাজতখানা এবং অন্যান্য বিভাগ ঘুরে দেখেন। পুলিশ সদস্যদের থাকার ব্যবস্থা, খাবারের মান এবং সার্বিক সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেন উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
“ঈদুল আজহার সময় দেশে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক ছিল। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া রাজধানীসহ সারাদেশে কোনো উল্লেখযোগ্য অঘটন ঘটেনি।”
তিনি আরও জানান, ঈদুল আজহা ও পরবর্তী ছুটিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শন করছেন তিনি। এই ধারাবাহিক পরিদর্শনের অংশ হিসেবেই আজ তিনি যাত্রাবাড়ী থানায় যান।