নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের স্বল্প পশ্চিম পাড়া গ্রামের ঐতিহ্যবাহী বড় ঈদগাহ মাঠের নতুন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে। আজীবন দাতা সদস্য ও প্রধান উপদেষ্টা মোঃ হেলাল উদ্দিন (সাবেক ইউপি মেম্বার) এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের উপস্থিতিতে ৩৭ সদস্যবিশিষ্ট নতুন এই কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

কমিটিতে যাঁরা দায়িত্ব পেয়েছেন:
- সভাপতি: মোঃ আব্দুল মালেক
- সেক্রেটারি: মোহাবিবুল্লাহ হাবিব
- সহ-সভাপতি: রইস উদ্দিন, নাজমুল, নজরুল ইসলাম খান
- জয়েন্ট সেক্রেটারি: আব্দুর রহমান
- ক্যাশিয়ার: আবুল বাশার
- সাংগঠনিক সম্পাদক: কাসোম আলী
- সহ-সাংগঠনিক সম্পাদক: আবুল কাশেম, আব্দুর রাশিদ
- প্রচার সম্পাদক: মোঃ শামসুল হক
- সদস্য: বাচ্চু মিয়া, মোঃ আব্দুল হাই, রুহুল আমিন রাজী, রাসেল মিয়া, জুয়েল, নান্নু মিয়া, মোজাম্মেল, তারা মিয়া, আনারুল, শামীম, মোহাম্মদ আলীসহ আরও অনেকে।
উল্লেখ্য, প্রায় ২২০ শতক জায়গাজুড়ে বিস্তৃত এই ঈদগাহ মাঠটি ব্রিটিশ আমল থেকেই ঈদের জামাতের জন্য ব্যবহৃত হয়ে আসছে। প্রায় শত বছর ধরে অত্র এলাকার মুসলমানরা এই মাঠেই ঈদের নামাজ আদায় করে আসছেন। এটির সঙ্গে এই এলাকার ধর্মীয়, ঐতিহাসিক ও সামাজিক আবেগ গভীরভাবে জড়িত।
নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, মাঠের রক্ষণাবেক্ষণ, ঈদের জামাত আয়োজনসহ সামাজিক সেবামূলক কাজ আরও পরিকল্পিতভাবে পরিচালনার লক্ষ্যেই এই কমিটি গঠিত হয়েছে।