এইচ.এম. বাবলু
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মহানগর পশ্চিমের আওতাধীন রূপনগর থানার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনের পরীক্ষিত ও জনপ্রিয় নেতা আরিফুল ইসলাম আরিফ এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন বিগত সরকারের সময় নির্যাতিত ছাত্রনেতা শেখ মেহেদী হাসান।
দীর্ঘদিন ধরে রূপনগর এলাকায় ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় থাকা আরিফুল ইসলাম আরিফ সংগঠন পরিচালনায় দক্ষতার পাশাপাশি সাহসিকতা ও জনসংযোগে বলিষ্ঠ ভূমিকার কারণে কর্মীদের কাছে একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত। তিনি বলেন,
“দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি সেটি নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করব। রূপনগর থানা ছাত্রদলকে একটি আদর্শ ও সংগঠিত ইউনিটে রূপান্তরিত করাই হবে আমাদের মূল লক্ষ্য।”
সদস্য সচিব হিসেবে মনোনীত শেখ মেহেদী হাসান ছাত্র রাজনীতির মাঠের লড়াকু সৈনিক। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি রাজনৈতিক মামলার শিকার হয়ে একাধিকবার কারাবরণ করেন। ত্যাগ ও সাহসিকতার জন্য তাঁকে সংগঠনের নেতাকর্মীদের কাছে একজন সম্মানিত নেতা হিসেবে বিবেচনা করা হয়। তিনি বলেন,
“ছাত্রদলের আদর্শে বিশ্বাসী থেকে আমি সব সময় রাজপথে ছিলাম। জেল খেটেছি, নিপীড়ন সহ্য করেছি, কিন্তু পিছু হটিনি। এবার দায়িত্ব পেয়ে আমি আরও শক্তভাবে দলের আদর্শ রক্ষায় কাজ করব।”
গত ৪ জুন ঘোষিত এই কমিটিতে মোট ২৫ জনকে বিভিন্ন পদে মনোনয়ন দেওয়া হয়। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি মোঃ রবিন খান এবং সাধারণ সম্পাদক মোঃ আকরাম আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন নেতৃত্বে রূপনগর থানা ছাত্রদলের কার্যক্রম আরও সক্রিয়, ঐক্যবদ্ধ ও গতিশীল হবে বলে আশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।