ঈদের ফিরতি যাত্রায় ট্রেনে মাস্ক পরার অনুরোধ রেলপথ মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক:- পবিত্র ঈদ-উল-আযহার পরবর্তী সময়ে ট্রেনযোগে ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরার আহ্বান জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

আজ রোববার (৮ জুন) মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি দেশে কোভিড-১৯ সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় জনসমাগমপূর্ণ পরিবেশে স্বাস্থ্যবিধি অনুসরণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এ কারণে ট্রেন ভ্রমণে সকল যাত্রীকে মাস্ক পরিধানসহ প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় রেলপথ মন্ত্রণালয় ঈদ-পরবর্তী ফিরতি যাত্রার সময় ট্রেনে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানায়।

রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে যাত্রীদের সচেতনতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্টদের কার্যকর প্রচার চালানোরও নির্দেশনা দেওয়া হয়েছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *