ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: মেঘনায় সিএনজি পড়ে বউ-শাশুড়ি নিখোঁজ

শফিকুল ইসলাম শরীফ, রিপোর্টার:- নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঈদ করতে বাড়ি ফেরার পথে মেঘনা নদীতে সিএনজি চালিত অটোরিকশা পড়ে গিয়ে শাশুড়ি ও বউ নিখোঁজ হয়েছেন। আজ শনিবার (৭ জুন) ঈদের দিন ভোররাতে বিষ্ণুনন্দী ফেরিঘাটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রসুল্লাবাদ গ্রামের খালেদা বেগম (৫৫) ও তার পুত্রবধূ ফারজানা বেগম (২৮)।

রসুল্লাবাদ ইউপি চেয়ারম্যান খন্দকার মনির হোসেন এবং ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মোসলেহ উদ্দিন মোছেন দুপুরে “সকালের সময়”কে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকায় কর্মরত সাগর মিয়া ভোররাতে তার মা, স্ত্রী ও ছোটভাই কামাল মিয়াকে নিয়ে একটি সিএনজিতে করে গ্রামের বাড়ি ফিরছিলেন। ভোর ৫টার দিকে ফেরিতে ওঠার সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা নদীতে পড়ে যায়।

ঘটনার সময় চালক কুদ্দুস মিয়া, যাত্রী সাগর মিয়া এবং তার ভাই কামাল মিয়া সাঁতরে তীরে উঠতে পারলেও খালেদা বেগম ও ফারজানা বেগম পানিতে তলিয়ে যান। তাদের এখনো খুঁজে পাওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুপুর ২টা পর্যন্ত ডুবুরি দল চেষ্টা চালালেও নিখোঁজদের কোনো সন্ধান মেলেনি।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাছির উদ্দিন বলেন, “ভোর থেকে উদ্ধার কাজ চলছে, তবে এখনও পর্যন্ত নিখোঁজদের পাওয়া যায়নি। অভিযান অব্যাহত আছে।

”রসুল্লাবাদ ইউপি চেয়ারম্যান বলেন, “ঈদের দিনে এমন হৃদয়বিদারক ঘটনায় পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা ফেরিঘাটেই অপেক্ষা করছেন মরদেহ ফিরে পাওয়ার আশায়।”

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *