নিজস্ব প্রতিবেদক:- ঢাকা, ৬ জুন:
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। আজ এক ব্রিফিংয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, ঈদ ঘিরে যেকোনো ধরনের নাশকতা, চাঁদাবাজি, প্রতারণা, ছিনতাই ও জাল টাকা কারবার রোধে গোয়েন্দা নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে।
ব্রিফিংয়ে জানানো হয়, কোরবানির পশুর হাটে জাল টাকা শনাক্তে র্যাব কন্ট্রোল রুমে বসানো হয়েছে জাল নোট শনাক্তকারী মেশিন। হাটে উপস্থিত সাধারণ ক্রেতা-বিক্রেতাদের এই সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে পশুবাহী যানবাহনে চাঁদাবাজি ঠেকাতে মহাসড়কে র্যাবের টহল ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।
অস্বাস্থ্যকর বা কৃত্রিমভাবে মোটাতাজা করা পশু বিক্রয় রোধে পশু চিকিৎসকের সহায়তায় অভিযান পরিচালনা এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাটে নির্ধারিত হারের চেয়ে বেশি হাসিল আদায়ের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও জানায় র্যাব।
সাইবার প্রতারণা ঠেকাতে র্যাবের সাইবার মনিটরিং সেল অনলাইনে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের বিষয়ে নজরদারি করছে। এছাড়া, চামড়া বাজারে সিন্ডিকেটের মাধ্যমে দাম নিয়ন্ত্রণের চেষ্টা রোধে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
নারী ক্রেতাদের হেনস্তা বা ইভটিজিং রোধে মোবাইল কোর্টসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। পশুর হাট, বাজার ও আশপাশের এলাকায় সাদা পোশাকে র্যাব সদস্যদের গোপন নজরদারি অব্যাহত রয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, ঈদ উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যে কোনো জরুরি প্রয়োজনে র্যাব কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।