কুড়িগ্রাম প্রতিনিধি | ৬ জুন ২০২৫
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুড়িগ্রামের দুঃস্থ, অসচ্ছল ও চরাঞ্চলের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে কোরবানির আনন্দ ছড়িয়ে দিতে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা বাংলাদেশ শাখার উদ্যোগে উলিপুর ও চিলমারী উপজেলায় ৫২টি গরু কোরবানি করা হচ্ছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (৭ জুন) দুপুরে প্রায় ৪,৫০০ পরিবারের মধ্যে এসব কোরবানির মাংস বিতরণ করা হবে। ঈদের আনন্দ সমাজের সর্বস্তরের মানুষের মাঝে পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা।
এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজসেবক ও যাকাত ফাউন্ডেশনের প্রতিনিধিরা। কার্যক্রমটি সুসংগঠিতভাবে এবং স্বাস্থ্যবিধি ও কোরবানির বিধি অনুসরণ করেই পরিচালিত হবে।
কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর এমন মানবিক কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। কুড়িগ্রামকে এগিয়ে নিতে সরকারি-বেসরকারি সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”
যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা এর আগেও দেশের বিভিন্ন অঞ্চলে দুর্যোগকালীন সহায়তা, খাদ্য বিতরণ ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করে এসেছে। ঈদুল আযহাকে কেন্দ্র করে এমন উদ্যোগ অসচ্ছল মানুষের জন্য আশার আলো হয়ে উঠছে।