ঝটিকা মিছিল বিরোধী অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | ৬ জুন ২০২৫, শুক্রবার

রাজধানীতে ঝটিকা মিছিল প্রতিরোধে পরিচালিত অভিযানে আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মো. হুমায়ুন কবীর সুজনসহ ছাত্রলীগ ও আওয়ামী লীগের আরও দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেফতার অন্য দুইজন হলেন—রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী সরদার (৪৬) এবং আওয়ামী লীগ কর্মী মো. মেহেদী হাসান (২৭)।

বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার
ডিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ জুন) রাত আনুমানিক ১২:৩০টার দিকে রাজধানীর টিকাটুলি এলাকা থেকে হুমায়ুন কবীর সুজনকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের একটি চৌকস দল।
একই দিন ভোর ৫:৪৫টার দিকে মিরপুর এলাকা থেকে মেহেদী হাসানকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগ।

অন্যদিকে, বুধবার (৪ জুন) সন্ধ্যা ৭:৩০টার দিকে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান হাউজিং এলাকা থেকে গোলাম রাব্বানী সরদারকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি দল। জানা গেছে, রাব্বানী মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ঘনিষ্ঠ সহযোগী এবং ধানমন্ডি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক।

আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীলের অভিযোগ
ডিবি সূত্র জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় সুনির্দিষ্ট অভিযোগে একাধিক মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ মিছিল বা ‘ঝটিকা মিছিল’ করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব কর্মকাণ্ডকে রাষ্ট্রবিরোধী ও জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করছে।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিবি।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *