৬৯ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ রাজধানীতে তিন মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |

রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে ৬৯ কেজি গাঁজা ও একটি কাভার্ড ভ্যানসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন—মো. মোক্তার সরদার (২৮), অহিদুল ইসলাম অপু (২২) ও মো. সাকিব (২১)।

বৃহস্পতিবার (৫ জুন) বিকাল ৩টার দিকে শাহজাহানপুর থানাধীন রেলওয়ে কলোনির সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় ডিবি-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
ডিবি সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়, কয়েকজন মাদক কারবারি একটি কাভার্ড ভ্যানে গাঁজা বিক্রয়ের জন্য শাহজাহানপুর এলাকায় অবস্থান করছে।

তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে ৬৯ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার এবং মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ১৩ লাখ ৮০ হাজার টাকা।

দীর্ঘদিন ধরে গাঁজা পাচার করছিল
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী জেলা থেকে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশে তারা নিজ হেফাজতে রেখেছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিবি।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *