আইন-শৃঙ্খলা উন্নয়ন ও চাঁদাবাজি বন্ধে কুড়িগ্রামে ২৪ ঘণ্টা মাঠে সেনাবাহিনী

কুড়িগ্রাম প্রতিনিধি: মাদক নির্মূল, চাঁদাবাজি প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ, বাজার নিরাপত্তা নিশ্চিতকরণসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কুড়িগ্রামে ২৪ ঘণ্টা মাঠে কাজ করছে সেনাবাহিনী।

আজ বুধবার (৪ জুন ২০২৫) সকাল ১০টায় কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর জিরো পয়েন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান কুড়িগ্রাম সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আহাদ।

তিনি বলেন,

> “কুড়িগ্রামে চাঁদাবাজি, অবৈধ দখল, মাদক ব্যবসা ও চোরাকারবারি রোধে সেনাবাহিনী সর্বদা সক্রিয় রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির যেন কোনো অবনতি না ঘটে, সেটিই আমাদের মূল লক্ষ্য।”

এসময় ক্যাপ্টেন খালিদ বলেন,

> “সাধারণ জনগণের জানমাল রক্ষা, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে ঈদের সময় অতিরিক্ত যানজটের কারণে যাত্রীদের যেন কোনো ভোগান্তিতে পড়তে না হয়, সেজন্য টহল ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

”তিনি আরও জানান, দেশের অন্যান্য জেলার মতো কুড়িগ্রামেও সেনাবাহিনী আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *