নিজস্ব প্রতিবেদক:- ঢাকা, ৩ জুন ২০২৫:সাধারণ মানুষের ঈদযাত্রা যাতে নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
আজ (মঙ্গলবার) বাংলাদেশ সচিবালয়ে নিজ কার্যালয়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন কোনোভাবেই সড়কে নামতে দেওয়া হবে না। অনেক সময় মালিকপক্ষ গাড়িগুলোকে বাহারি রং করে রাস্তায় নামায়, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।
চাঁদাবাজি ও ডাকাতি রোধে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের নির্দেশনার অংশ হিসেবে প্রতিটি দূরপাল্লার বাসে উঠা যাত্রীদের ছবি তোলার ব্যবস্থা রাখা হবে। যাত্রীবেশে ডাকাতদের ওঠার আশঙ্কা থাকায় বাসের প্রতিটি স্টপেজে যাত্রীদের শনাক্ত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাসচালকদের দক্ষতা নিয়েও উপদেষ্টা উদ্বেগ প্রকাশ করেন। ঈদ মৌসুমে অনেক সময় অদক্ষ চালক দ্বারা বাস চালানোর অভিযোগ উঠলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।