নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের বিচার বিভাগে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে একযোগে ২৫৩ জন বিচারককে বদলি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এই বদলি কার্যকর করা হয়েছে।
সোমবার (২ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের বিচার শাখা-৩ থেকে একাধিক প্রজ্ঞাপন জারি করা হয়। সবগুলো প্রজ্ঞাপনে উপসচিব (প্রশাসন-১) এ এফ এম গোলজার রহমান স্বাক্ষর করেন। এই বদলিকে বিচার প্রশাসনে চলমান কাঠামোগত সংস্কারের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বদলি হওয়া বিচারকদের মধ্যে রয়েছেন বিভিন্ন পদমর্যাদার ১৬২ জন সহকারী ও সিনিয়র সহকারী জজ, ৩০ জন জেলা ও দায়রা জজ, ৩৮ জন অতিরিক্ত জেলা জজ এবং ২৩ জন যুগ্ম জেলা ও দায়রা জজ। এছাড়া, ১২ জন সিনিয়র সহকারী জজকে পদোন্নতি দিয়ে যুগ্ম জেলা জজ পদে উন্নীত করে বদলি করা হয়েছে।
আইন মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্র জানায়, বিচারপ্রার্থীদের সেবা নিশ্চিত, বিচারকদের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানো এবং রোটেশন নীতির আওতায় দীর্ঘদিন এক কর্মস্থলে দায়িত্ব পালনকারী বিচারকদের বদলি করা হয়েছে। গুরুত্বপূর্ণ ও উচ্চ চাপযুক্ত জেলাগুলোতে নতুন করে অভিজ্ঞ বিচারকদের পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বদলিকৃত বিচারকদের নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই রদবদলের ফলে বিভিন্ন আদালতে বিচারক সংকট কিছুটা হলেও লাঘব হবে এবং বিচার কার্যক্রমে গতি আসবে।