কুড়িগ্রামে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫। রোববার (১ জুন) জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এই দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা এবং খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

“দুগ্ধের অপার শক্তিতে মেতে উঠি এক সাথে”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভা শেষে দুগ্ধ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জেলার নির্বাচিত খামারিদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

জেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা জানান, দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে খামারিদের উদ্বুদ্ধ করা এবং পুষ্টি সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিবছর এই দিবসটি উদযাপন করা হয়।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *