নিজস্ব প্র্রতিবেদক:-
রাজধানীর ধোলাইপাড় এলাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আওয়ামী লীগ এবং যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিএমপির শ্যামপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—
১। খোরশেদ-উর-রহমান মাসুম (৪৮), যুগ্ম সাধারণ সম্পাদক, শ্যামপুর থানা আওয়ামী লীগ
২। আহসান কবির আদর (৩১), সদস্য, কদমতলী থানা যুবলীগ
৩। ইদ্রিস আলী ঈশান (২২), সদস্য, কদমতলী থানা যুবলীগ
শ্যামপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, ৩১ মে ২০২৫ শনিবার বিকেল আনুমানিক ২টা ৫৫ মিনিটে ঢাকা-মাওয়া মহাসড়কের ধোলাইপাড় এলাকায় ডেলটা হাসপাতালের সামনে ঝটিকা মিছিলের প্রস্তুতি চলাকালে তাদের গ্রেফতার করা হয়। মিছিলটি সরকার বিরোধী ছিল বলে দাবি করেছে পুলিশ। অভিযানে অংশ নেওয়া অন্যান্যরা পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। তারা সংঘবদ্ধভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটিয়ে রাজধানীতে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছিল বলেও দাবি করা হয়।
শ্যামপুর থানায় এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।