শ্যামপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৯ মামলার আসামি অনিক পান্নাসহ ১১ ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা, ৩০ মে ২০২৫:
রাজধানীর শ্যামপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৯ মামলার পলাতক আসামি ও চিহ্নিত ছিনতাইকারী অনিক পান্নাসহ ১১ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শ্যামপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলেন:
১। অনিক পান্না (৩৫)
২। মোঃ আল-আমিন (১৯)
৩। শুভ শেখ (৩০)
৪। মোঃ সুজন চৌধুরী (২৮)
৫। মোঃ শাকিল (১৯)
৬। মোঃ মিরাজ হোসেন (২০)
৭। মোঃ জিয়ানুর রহমান (৩৪)
৮। মোঃ দুলাল মিয়া (৪০)
৯। মোঃ রফিকুল ইসলাম মিলন (৩০)
১০। মোঃ সজিব শেখ ওরফে সৈকত
১১। রুবেল

শ্যামপুর থানা সূত্রে জানা যায়, থানা পুলিশের বিশেষ টহল ও ছিনতাই প্রতিরোধ টিম মে মাসের বিভিন্ন সময়ে গোপন তথ্যের ভিত্তিতে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে এসব ছিনতাইকারীকে গ্রেফতার করে। এদের মধ্যে অনিক পান্নার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, মাদক ও ছিনতাইসহ মোট ১৯টি মামলা রয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারকৃতরা সবাই একটি সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য এবং তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারী, রিকশাযাত্রী ও যানবাহনে থাকা ব্যক্তিদের টার্গেট করে ছিনতাই করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীতে অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *