কুড়িগ্রাম প্রতিনিধি | ২৯ মে ২০২৫
কুড়িগ্রাম জেলার অবহেলিত ও সুবিধাবঞ্চিত চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে আরও নতুন প্রকল্প গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন।
বৃহস্পতিবার (২৯ মে) জেলার ভূরুঙ্গামারীতে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী ৮৬টি এলাকা ও নদীবিধৌত চরাঞ্চলে বাস্তবায়িত সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন:
-
পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডির মহাপরিচালক মাহাবুল রহমান
-
প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) ডা. বেগম শামসুন্নাহার আহমেদ
-
প্রকল্প পরিচালক ডা. নন্দ দুলাল টিকাদার
-
এবং প্রকল্পের সুফলভোগীরা।
সচিবের বক্তব্যে উঠে আসে:
প্রকল্পের সুযোগ নিয়ে উপকারভোগীদের স্বাবলম্বী হতে হবে। অচিরেই কুড়িগ্রামের নদনদীতে মাছের অভয়ারণ্য গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এজন্য তিনি স্থানীয় জনগণ ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন। এছাড়া তিনি মাঠপর্যায়ের কর্মকর্তাদেরকে মানুষের সেবা নিশ্চিত করার উদ্দেশ্যে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পরে সচিব সরেজমিনে প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং উপকারভোগী পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
উল্লেখযোগ্য তথ্য:
এই প্রকল্পের আওতায় রংপুর বিভাগের ৪টি জেলার ৯টি উপজেলার ২৬টি ইউনিয়নের ৮৬টি বিলুপ্ত ছিটমহল এবং রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের ৯টি জেলার ৪০টি উপজেলার ১৭৪টি ইউনিয়নের নদীবিধৌত ১,০০৪টি চরের মোট ৪৭,১৫৫টি দরিদ্র পরিবার সরাসরি উপকৃত হচ্ছে।