কুড়িগ্রাম প্রতিনিধি | ২৯ মে ২০২৫
বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে কুড়িগ্রামে কিশোরীদের মাঝে হাইজিন কিট বিতরণ ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে সদর উপজেলার কাঁঠালবাড়ি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করে আরডিআরএস বাংলাদেশ-এর ‘চাইল্ড, নট ব্রাইড‘ প্রকল্প।
আলোচনা সভা শেষে দুই শতাধিক কিশোরীর হাতে স্যানিটারি ন্যাপকিন ও সাবানসহ হাইজিন কিট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁঠালবাড়ি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজমুল হাসান, সহকারী শিক্ষক সত্যচরণ পাল ও অরুণা দেবী, কাঁঠালবাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের প্রতিনিধি মো. আবু সাঈদ মন্ডল, এবং সিএন্ডবি প্রজেক্টের টেকনিক্যাল অফিসার ফারজানা ফৌজিয়া তন্নী।
বক্তারা বলেন, “লজ্জা ও সংকোচ না করে মেয়েদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। হাইজিন সম্পর্কে সঠিক জ্ঞান না থাকলে ভবিষ্যতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়তে হতে পারে।”
তারা আরও বলেন, “নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে।”
অনুষ্ঠানে শতাধিক কিশোরী সরাসরি অংশগ্রহণ করে এবং মাসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ে নানা প্রশ্ন করে তাদের আগ্রহ প্রকাশ করে।