কুড়িগ্রাম প্রতিনিধি, মাদক নয়, সামাজিক অবক্ষয়ই যুব সমাজ পতনের মূল কারণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রামের আয়োজনে বুধবার (২৮ মে) কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী শফিকুর রহমান।
পক্ষ দল হিসেবে প্রতিযোগিতায় অংশ নেয় কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ এবং বিপক্ষ দল হিসেবে অংশগ্রহণ করে গ্রীন ভিলেজ ফাউন্ডেশন ডিবেট ক্লাব।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রামের সহকারী পরিচালক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রামের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আব্দুস সোবাহান সিদ্দিকী, গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম. রশিদ আলী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর মো. আসাদুজ্জামান।
বিতর্ক প্রতিযোগিতায় গ্রীন ভিলেজ ফাউন্ডেশন ডিবেট ক্লাবকে পরাজিত করে বিজয়ী হয় কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ।