ঈদযাত্রায় ট্রেনের টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানির অভিযোগে দুদকে’র দেশব্যাপী অভিযান

নিজস্ব প্রতিবেদকঃ- ঢাকা, ২৮ মে ২০২৫: আসন্ন ঈদযাত্রাকে কেন্দ্র করে ট্রেনের টিকিট বিক্রিতে যাত্রী হয়রানি ও কালোবাজারির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট আজ দেশের ৮টি রেলওয়ে স্টেশনে একযোগে অভিযান পরিচালনা করেছে।

এর আগে ২৭ মে ২০২৫ তারিখে, অনলাইন টিকিট বিক্রয়কারী প্ল্যাটফর্ম সহজ ডট কম-এর বিরুদ্ধে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অভিযান চালায়। অভিযানে দেখা যায়, ঢাকা-সিলেটগামী পারাবত এক্সপ্রেস (৭০৯) ট্রেনের ৬ জুনের টিকিট বিক্রয় কার্যক্রমে Emergency Quota (EQ) এর মাধ্যমে সিট ব্লক করে রাখার প্রক্রিয়া রয়েছে, যা অনিয়মের আশঙ্কা সৃষ্টি করে। এ বিষয়ে অনলাইন সার্ভার রিপোর্ট চেয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

এছাড়াও আজকের অভিযানে অন্তর্ভুক্ত ছিল দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন:

কমলাপুর রেলওয়ে স্টেশন:

যাত্রীসেবা, বিশ্রামাগার, টয়লেট, খাবার পানি ও ট্রেনের খাবার নিয়ে ব্যাপক অনিয়ম পাওয়া গেছে। বনলতা এক্সপ্রেস ট্রেনে এটেন্ডেন্ট সংকট ও ট্রেনের খাবারের অতিরিক্ত মূল্য আদায়ের প্রমাণও মিলেছে। এছাড়া রেলওয়ে ওয়ার্কশপে যন্ত্রাংশ অতিরিক্ত মূল্যে কেনার প্রাথমিক সত্যতা মেলে।

রাজশাহী রেলওয়ে স্টেশন:

ছদ্মবেশে টিকিট সংগ্রহের চেষ্টা করে দুদক টিম। অনলাইনে বিক্রি হওয়া টিকিট কালোবাজারে পাওয়ার তথ্য পাওয়া যায়। স্টেশন ম্যানেজারকে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও কালোবাজারি রোধে পদক্ষেপ নিতে বলা হয়।

সিলেট রেলওয়ে স্টেশন:

১৮ প্রকার যাত্রীসেবার সামগ্রীর মধ্যে অল্প সংখ্যক সরবরাহ হলেও প্রতিমাসে প্রায় ৭০ লাখ টাকার ভুয়া বিল তৈরি করে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। আউটসোর্সিং প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও উঠে এসেছে।

রংপুর রেলওয়ে স্টেশন:

ওয়েটিং রুম তালাবদ্ধ ও অপরিচ্ছন্নতার পাশাপাশি বাথরুম ব্যবস্থাপনার দুর্দশা পাওয়া যায়। স্টেশন মাস্টারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন:

ছদ্মবেশে টিকিট কিনতে গিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ মেলে। আরএনবি সদস্যদের যোগসাজশে কালোবাজারি হওয়ার প্রমাণ পাওয়া গেছে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন:

ছদ্মবেশে পর্যবেক্ষণে দুই বুকিং সহকারীর কাছ থেকে বিধিবহির্ভূত টিকিট সংগ্রহের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া কমিউটার ট্রেনে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ও স্টেশনের অব্যবস্থাপনার বিষয়েও প্রমাণ পাওয়া যায়।

পার্বতীপুর ও জামালপুর রেলওয়ে স্টেশন:

অনুরূপ অভিযোগে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে অনিয়মের সত্যতা পাওয়া গেছে।

দুদক জানায়, অভিযানে সংগৃহীত রেকর্ড ও তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে এবং পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *