ময়মনসিংহে পুলিশের ওপর সশস্ত্র হামলা: হাতকড়াসহ আসামিকে ছিনতাই, ৫ পুলিশ জখম

মো: কামরুল হাসান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর দিগারকান্দা এলাকায় এক আসামিকে গ্রেফতার করে নিয়ে আসার সময় পুলিশের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় ৫ পুলিশ সদস্য গুরুতর জখম হয়েছেন। এ সময় হাতকড়াসহ আরিফুল ইসলাম নামে এক আসামিকে ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে রাসেল নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি আরিফুল ইসলামকে গ্রেফতার করতে মঙ্গলবার বিকেল চারটার দিকে তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল দিগারকান্দা এলাকায় অভিযান চালায়।

আরিফুলকে গ্রেফতার করে নিয়ে আসার সময় তার বাবা সাগর আলীর নেতৃত্বে কয়েকশ লোক লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত ঝাঁপিয়ে পড়ে। হামলাকারীরা পুলিশ সদস্যদের এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং গ্রেফতারকৃত আরিফুলকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পুলিশের অবস্থা ও বর্তমান পরিস্থিতি:

আহত পাঁচ পুলিশ সদস্যকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব জানান, ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা টহল দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আসামির বাবা সাগর আলীকে আটক করা হয়েছে।

ওসি আরও বলেন, “ছিনিয়ে নেওয়া আসামিসহ পুলিশের ওপর হামলায় জড়িত অন্যদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।”

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *