বিশেষ প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহীকে একটি শান্তিপূর্ণ, মানবিক ও উন্নয়নমুখী নগরীতে রূপান্তর করাই তাঁর রাজনীতির প্রধান লক্ষ্য। ভূমিদস্যুতা, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তিনি আপসহীন অবস্থানে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পরিকল্পনা ও রাজনৈতিক দর্শন তুলে ধরে তিনি বলেন, “রাজশাহীতেই আমার শিক্ষাজীবন শেষ হয়েছে। এখানকার মানুষকে আমি খুব কাছ থেকে দেখেছি এবং ভালোবেসেছি। সাধারণ মানুষের সঙ্গে সব সময় সুসম্পর্ক বজায় রেখেছি বলেই তারা আমাকে আপন করে নিয়েছে। আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দিইনি এবং আগামীতেও দেব না।”
ভোটারদের উদ্দেশে মিনু বলেন, রাজশাহীর সার্বিক উন্নয়ন এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তাঁকে নির্বাচিত করলে তিনি জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতায় কাজ করবেন।
নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, “রাজশাহী শান্তির নগরী—এটি রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীই সম্মানিত। আমরা চাই কোনো সহিংসতা নয়, বরং একটি সুন্দর ও গণতান্ত্রিক পরিবেশে ভোট অনুষ্ঠিত হোক। জনগণের রায় যাই হোক, আমি তা সাদরে গ্রহণ করব এবং সবাইকে নিয়ে কাজ করব।”
মিজানুর রহমান মিনুর মূল নির্বাচনী প্রতিশ্রুতিসমূহ:
- সন্ত্রাস ও ভূমিদস্যু নির্মূল: ভূমিদস্যু, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
- কর্মসংস্থান ও শিল্পায়ন: রাজশাহীতে নতুন শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
- দক্ষ জনশক্তি: তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা এবং প্রবাসে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণ করা হবে।
- অসাম্প্রদায়িক ও সমন্বিত উন্নয়ন: দল-মতের ঊর্ধ্বে উঠে সবার জন্য একটি আধুনিক ও শান্তিপূর্ণ রাজশাহী গড়ে তোলা হবে।
নিজের রাজনৈতিক অভিজ্ঞতা তুলে ধরে মিনু বলেন, “১৯৯১ সালে বিএনপিতে যোগ দেওয়ার পর থেকে দীর্ঘ সময় রাজপথে থেকেছি। ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলাম। আমি স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাসী এবং রাজশাহীর মানুষের অধিকার রক্ষায় আমার লড়াই আজীবন চলবে।”