শিপিং কর্পোরেশনকে লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে: প্রধান উপদেষ্টা

সরকারের অনুকূলে ২০৩.৪৭ কোটি টাকার চেক হস্তান্তর করেছে বিএসসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে (বিএসসি) একটি শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিএসসি কর্তৃক জাহাজ ক্রয় প্রকল্পের ঋণের কিস্তি এবং ২০২৪-২৫ অর্থবছরের লভ্যাংশ বাবদ মোট ২০৩ কোটি ৪৭ লক্ষ টাকার চেক গ্রহণকালে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই চেক হস্তান্তর করেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এবং বিএসসি ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক

অনুষ্ঠানের মূল বক্তব্য ও তথ্যসমূহ:

  • লাভজনক ধারা বজায় রাখা: প্রধান উপদেষ্টা বলেন, “বিএসসি বর্তমানে যেভাবে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছে, তা ধরে রাখতে হবে। ভবিষ্যতে এমন পরিকল্পনা করতে হবে যাতে প্রতিষ্ঠানের নিজস্ব আয় দিয়েই বহরে নতুন জাহাজ যুক্ত করা যায়।”
  • কর্মসংস্থান ও প্রশিক্ষণ: তিনি আরও উল্লেখ করেন যে, বহরে জাহাজ বাড়লে নাবিকদের কর্মসংস্থান বাড়বে। পাশাপাশি মেরিন একাডেমির প্রশিক্ষকদের যথাযথ সম্মানী দিয়ে ধরে রাখার ওপর জোর দেন, যাতে তারা বিশ্বমানের নাবিক তৈরি করতে পারেন।
  • সর্বোচ্চ মুনাফা অর্জন: বিএসসি তার ৫৪ বছরের ইতিহাসে সর্বশেষ অর্থবছরে প্রায় ৮০০ কোটি টাকা আয় করে সর্বোচ্চ ৩০৬.৫৬ কোটি টাকা মুনাফা অর্জন করেছে।
  • ঋণ পরিশোধের তথ্য: চীন থেকে জি-টু-জি ভিত্তিতে ৬টি জাহাজ ক্রয়ের জন্য গৃহীত ঋণ পরিশোধের লক্ষ্য স্বাক্ষরিত চুক্তি (SLA) অনুযায়ী এই কিস্তি পরিশোধ করা হলো। মোট ১,৪৫৭ কোটি টাকার ঋণের বিপরীতে বিএসসি আগামী ১৩ বছরে ২,৪২৫ কোটি টাকা সরকারকে পরিশোধ করবে।

বিএসসি বহরে নতুন জাহাজ:

বর্তমানে বিএসসি’র বহরে থাকা ৫টি জাহাজ আন্তর্জাতিক জলসীমায় বাংলাদেশের পতাকা বহন করছে। এছাড়া প্রধান উপদেষ্টার নির্দেশনায় আরও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে:

  • বাংলার প্রগতি: নিজস্ব অর্থায়নে কেনা ১ম বাল্ক ক্যারিয়ারটি গত ২৮ অক্টোবর ২০২৫-এ বহরে যুক্ত হয়েছে।
  • বাংলার নবযাত্রা: ২য় জাহাজটি আগামী ৩০ জানুয়ারি ২০২৬-এ যুক্ত হওয়ার কথা রয়েছে।
  • ভবিষ্যৎ পরিকল্পনা: সরকারি ও নিজস্ব অর্থায়নে আরও বেশ কিছু বড় মাদার ভেসেল ও অয়েল ট্যাঙ্কার সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে।
বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *