যৌথ বাহিনীর অভিযানে আটক ব্যক্তির মৃত্যু: ক্যাম্প কমান্ডারসহ সংশ্লিষ্ট সেনাসদস্যদের প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর অভিযান চলাকালে আটককৃত এক ব্যক্তির মৃত্যুবরণকে কেন্দ্র করে গভীর দুঃখ প্রকাশ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ জানুয়ারি রাত আনুমানিক ১১টায় অবৈধ অস্ত্র উদ্ধারের সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মো. শামসুজ্জামান ওরফে ডাবলু (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে উক্ত ফার্মেসি থেকে ০১টি ৯ মি. মি. পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ০৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভিযান শেষে আটককৃত ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাঁকে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১২টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সেনাবাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপ: এই ঘটনাটিকে অত্যন্ত ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ হিসেবে উল্লেখ করে সেনাবাহিনী জানিয়েছে, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় এরই মধ্যে বেশ কিছু শাস্তিমূলক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে:

  • প্রত্যাহার: সংশ্লিষ্ট ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এবং অভিযানে অংশগ্রহণকারী সকল সেনাসদস্যকে অবিলম্বে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে।
  • তদন্ত কমিটি: ঘটনার সঠিক কারণ উদঘাটনের উদ্দেশ্যে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
  • আইনগত ব্যবস্থা: তদন্তে অপরাধ প্রমাণিত হলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী কঠোর এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *